বিদেশে আমাদের ভয়হীন খেলা উচিত: কোহলি

ইংল্যান্ড সফরে সাউদাম্পটন টেস্টে চালকের আসনে থেকেও ম্যাচে হেরেছে ভারত। এজবাস্টন এবং লর্ডস টেস্টে পরাজিত হওয়া ভারত নটিংহামে জিতে সিরিজে ফেরে। সিরিজের চতুর্থ টেস্টে জিতলে সমতায় ফেরার কথা ছিল।
কিন্তু সাউদাম্পটন টেস্টে ভালো অবস্থানে থাকা ভারতই শেষ পর্যন্ত পরাজিত হলো ৬০ রানে। চতুর্থ ইনিংসে ২৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর স্পিনেই পুরোপুরি কুপোকাত ভারতীয় ক্রিকেট দল। ১৮৪ রানে অলআউট ভারত।
অতিথিদের হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ট্রফি জিতে নেয় ইংলিশরা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ডানহাতি স্পিনার মঈন আলী।
দলের এমন পরাজয় নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, চালকের আসনে থেকেও আমরা অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ। আর সেই সুযোগেই প্রতিপক্ষ বারবার জয় পাচ্ছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ০-২ পিছিয়ে থেকে সিরিজে কামব্যাক করেছিল কোহলির ভারত। কিন্তু শেষরক্ষা হয়নি। চলতি ইংল্যান্ড সিরিজেও বদলালো না চিত্রটা।
এজবাস্টন এবং লর্ডসের পরাজিত হওয়া ভারত নটিংহ্যাম টেস্ট জিতে দুরন্ত কামব্যাক করেছিল। কিন্তু সাউদাম্পটন টেস্টে হারের ফলে ফের বিদেশের মাটিতে সিরিজে পরাজিত ভারত।
বিদেশের মাঠে ভারতীয় ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলা উচিত বলে মনে করেন কোহলি। তিনি বলেন, বিদেশের মাটিতে সিরিজগুলোয় দলের উচিত আরও ভয়ডরহীনভাবে শুরু করা। দল হিসেবে আমাদের আরও আগ্রাসী এবং সাহসী হওয়ার প্রয়োজন রয়েছে বিদেশের মাটিতে।

Comments